ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আখাউড়া দিয়ে ত্রিপুরায় গেল আরও ২৩২০ কেজি ইলিশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:৩০ পিএম


loading/img

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের রুপালি ইলিশ রপ্তানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছে আরও ২ হাজার ৩২০ কেজি ইলিশ। চলতি সপ্তাহেই আখাউড়া দিয়ে ইলিশের আরও একাধিক চালান আগরতলায় যাওয়ার কথা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার এস এস করপোরেশন ও এস এম করপোরেশন পঞ্চাশ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে।

বিজ্ঞাপন

আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজের প্রতিনিধি মনির হোসেন বাবুল বলেন, ত্রিপুরায় ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারব। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রপ্তানি করা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, বিকেলে তিনটি পিকাপে ১১০টি কার্টনে ২ হাজার ৩২০ কেজি ইলিশ মাছ ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার; যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০১৩ টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |