ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আখাউড়ায় ২০ লাখ টাকার ইয়াবাসহ নারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৭:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ; যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকার মতো। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। 

এর আগে, রোববার বিকেলের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার (মীমপল্লী) নামক এলাকায় ধরখার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক নারী মাদক ব্যবসায়ী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীর ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকার মতো। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |