ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ , ১০:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় সিলিং ফ্যান খুলে পড়ায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো সপ্তম শ্রেণির সজনী সিং ও আঁখি আক্তার। তাদের মধ্যে সজনী সিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, অন্যান্য দিনের মতো শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে। এতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের শ্রী নান্টু চন্দ্র সিংয়ের মেয়ে শ্রীমতি সজনী সিং ও ছোনকা সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে আঁখি আক্তার আহত হন। তাদের মধ্যে সজনীর মাথা ফেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদী খুদা গণমাধ্যমকে বলেন, কয়েকমাস আগে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করা হয়েছে। এরপরও ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহতের ঘটনাটি খুবই দুঃখজনক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |