ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মাছ ধরার সময় জালে উঠে এলো মূর্তি, অতঃপর...

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় আট কেজি ওজনের হাত ও মুখ ভাঙা একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের পুকুরে জাল টেনে মাছ ধরার সময় মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, উদ্ধারের পর মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |