ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো আরও ৫০০ টন পাথর

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ অক্টোবর ২০২৩ , ০৪:৩৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৫০০ টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১১ অক্টোবর) সকালের দিকে পাথর আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ২১টি ট্রাকে করে ৫০০ টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথরগুলো খালাস বন্দর থেকে করবে।

বিজ্ঞাপন

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের জন্য ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে। 
 
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, বন্দর দিয়ে নতুন করে আরও ৫০০ টন ভাঙা পাথর আমদানির করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২১টি ভারতীয় ট্রাকে করে এই পাথর আমদানি করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |