ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শামীম শেখকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিয়া এ আদেশ দেন। 

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শামীম শেখ এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জেবা রহমান জানান, ২০০৭ সালে এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সঙ্গে থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে শামীম শেখের বিয়ে হয়। এরপর পারিবারিক বিষয় নিয়ে শামীমের সঙ্গে স্ত্রী খুশিয়ার মনোমালিন্য সৃষ্টি হয়।

এক পর্যায়ে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে শামীম। পরে এ ঘটনায় মামলা করা হলে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |