ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পাবনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ নভেম্বর ২০২৩ , ০৪:০৫ পিএম


loading/img
ফাইল ছবি

পাবনায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (২২ নভেম্বর) জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ জেলা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত হয়ে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বিজ্ঞাপন

জেলা বিএনপির দেওয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ও পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪ শতাধিক নেতাকর্মীকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |