ভূমিকম্পে কুমিল্লার একটি মসজিদে ফাটল ধরেছে বলে জানা গেছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার পর কুমিল্লার লাকসাম পৌরসভার বাগবাড়িয়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
এ সময় মসজিদের দেয়ালের ফাটল ও তিনটি টাইলস খসে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাগবাড়িয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বলেন, তীব্র কম্পনে মসজিদটিতে ফাটল ধরে যায়। এ সময় তিনটি টাইলস খসে পড়েছে। কোনও হতাহত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের উৎপত্তি কুমিল্লা অঞ্চলের রামগঞ্জ এলাকার ২৩ দশমিক ১৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা।