আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও। প্রতিবছর ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়।
আর এই দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়। রবিবার (৩ ডিসেম্বর) সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ অন্যান্যরা।
র্যালি ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও। তাই নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি ঠাকুরগাঁও জেলা হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়।