ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুমিল্লায় বাসচাপায় মাদরাসা ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ , ০৮:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকায় যাত্রীবাহী বাসচাপায় আবদুল্লাহ নামের ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। সে চান্দিনা ফাওই মাদরাসার ছাত্র ছিল।

বিজ্ঞাপন

রোববার (১৭ ডিসেম্বর) সেনানিবাস সংলগ্ন নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবদুল্লাহ চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে নাজিরা বাজার এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিজ্ঞাপন

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী সততা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করেছে। যদিও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |