ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

৩৬৫ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

আরটিভি নিউজ

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার বারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক, মৃত চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী ও রুহুল আমিন সরদারের ছেলে আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে বাড়ির সামনের পুকুর থেকে ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করেন তারা। জব্দ আলামত ও গ্রেপ্তারদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |