ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ , ০২:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ।

তিনি জানান, বড়দিন উপলক্ষে প্রতি বছর আন্তর্জাতিকভাবে এ দিনটি পালিত হয়। দুদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |