ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
-
আরও পড়ুন : বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
এর আগে, সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানায়, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
-
আরও পড়ুন : নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে ফ্রি হাট
উল্লেখ্য, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।