ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪ , ১০:১৪ এএম


loading/img
ছবি: আরটিভি

ঘনকুয়াশা ও কিছু চালকের এলোমেলো গাড়ি চালানোর কারণে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মূলত আজ ভোর রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। 

বিজ্ঞাপন

মহাসড়কে এমন যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে।

বঙ্গবন্ধু পর্ব থানা পুলিশ জানিয়েছে, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে গেলে যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এ সময় কিছু অসাধু চালক এলোমেলো ভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |