ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাট   

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ১০:৫৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টানা নয় দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। হিমেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। কনকনে এই ঠান্ডায় বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা।

বিজ্ঞাপন

রোববার (২১ জানুয়ারি) সকালে দেখা যায়, কুয়াশার কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ঠান্ডার কারণে দুর্ভোগ পোহাচ্ছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের বাসিন্দারা।

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের জীবন। ঠান্ডা নিবারণে পর্যাপ্ত শীতবস্ত্র নেই তাদের। ঠান্ডায় থরথর করে কাঁপছেন অনেকে। সকালে আগুনে শরীর গরম করে অনেকে কাজে বের হচ্ছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |