ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত আজরাইল দিঘি

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ , ১১:৩৬ এএম


loading/img

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ফেনীর দাগনভূঞার আজরাঈল দিঘি। প্রতিবছর এ দিঘিতে শীতে আশ্রয় নেয় শত শত অতিথি পাখি।

বিজ্ঞাপন

সরেজমিনে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয়ভাবে আজরাঈল দিঘি বলেই পরিচিত দিঘিটি পূর্বে হাজেরা খাঁ দিঘি নামেও পরিচিত ছিল। নীরব নিস্তব্ধ এই দিঘিটি এখন নানা জাতের অতিথি পাখির কিচিরমিচিরে মুখরিত। 

স্থানীয়রা জানান, গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমন ঘটেছে দিঘিটিতে। এসব পাখি দেখতে অনেক দর্শনার্থী ওই এলাকায় ভিড় করেন। অতিথি পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন আশপাশের লোকজনের ঘুম ভাঙছে।

বিজ্ঞাপন

উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দর্শনার্থী আবুল হাসান বলেন, প্রতিবছর এখানে বেশ কয়েকবার ঘুরতে আসি। বিশেষ করে শীতের সময়টা অনেক ভালো লাগে। অতিথি পাখিরা আসে, তাদের কিচিরমিচির শব্দ একটা সুরের পরিবেশ সৃষ্টি করে। পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও ফুটে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য জহিরউদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে এসব পাখি এই দিঘিতে আসে। পাখিরা এখানে অনেক নিরাপদ। দিঘিটি পাখির একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে। এ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ আসে এখানে। 

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, এর সৌন্দর্য রক্ষা এবং উপভোগ করা সবারই দায়িত্ব। কারও বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |