বগুড়ার শেরপুর উপজেলায় বৈকাল বাজার সড়ক সংলগ্ন মেসার্স আয়েশা প্লাস্টিকের তত্ত্বাবধানে ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুল হামিদ ফিতা ও কেক কেটে শপটি উদ্বোধন করেন ।
আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য গৃহস্থালির প্লাস্টিক পণ্যসামগ্রী ও গুণগত মানের বাহারি ডিজাইনের প্লাস্টিক ফার্নিচার নিয়ে এক্সক্লুসিভ শপটি যাত্রা শুরু করে।
এ সময় আব্দুল হামিদ বলেন, এক্সক্লুসিভ শপের প্রধান উদ্দেশ্য গুণে ও মানে সেরা পণ্যটি সুলভ মূল্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্সক্লুসিভ শপ থেকে ক্রেতারা অতি সহজেই তাদের পছন্দের পণ্যসামগ্রী কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক হারুন অর রশিদ এবং ডিজিএম ফজলে রাব্বী, স্থানীয় পরিবেশক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক খায়রুল ইসলাম।