ভারত থেকে আলু আমদানির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জে বাজারগুলোতে আলুর দাম কমেছে কেজি প্রতি ৮-১০ টাকা।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬৩০ টন আলু এসেছে ভারত থেকে।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বৃহস্পতিবার আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। প্রথম দিন একটি ট্রাকে ২৮ টন আলু এসেছিল। এরপর শনিবার ১৫ ট্রাকে ৩৭০ টন আলু এসেছে। রোববার বিকেলে ৯ ট্রাকে ২৩২ টন আলু এসেছে বন্দরে। সব মিলিয়ে এ পর্যন্ত ৬৩০ টন আলু এসেছে।