ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নওগাঁ-২ আসনের ভোট সোমবার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ০২:৩৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট অনুষ্ঠিত হবে সোমবার (১২ ফেব্রুয়ারি)। ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তারা বুঝে নেন ভোটের সরঞ্জামাদি। এরপর পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের প্রহরায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল।

ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর আগামীকাল নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |