• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৯
মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওই প্রবাসীর ছোট ভাই রানা শেখসহ (২৫) অন্তত ১৬ জন আহত হয়েছেন। নিহত রাজিব শেখ ও আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে।

দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুকসুদপুর উপজেলা সদরে যাছিলেন। ১০ দিন আগে রাজিব শেখ দেশের বাড়িতে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মুকসুদপুর থেকে বরইতলাগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলেই রাজিব শেখ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রানা শেখসহ বাসের অন্তত ১৬ যাত্রী আহত হন।

তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। গুরুতর আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয়ী ৬ নারী উদ্যোক্তাকে পুরস্কার দিলো যুক্তরাষ্ট্র দূতাবাস
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত
সিএনজি ও বাসস্ট্যান্ডে এখনও চাঁদাবাজি হচ্ছে: সারজিস
ঢাকাবাসীর জন্য শীত নিয়ে দুঃসংবাদ