দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ ভাইয়ের 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ১০:০১ পিএম


দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ ভাইয়ের 
ছবি: আরটিভি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. রাফি (১৯) ও মো. বাপ্পি (২২)। নিহত রাফি চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাদামতল এলাকার নাজিমউদ্দীন লিটনের ছেলে ও বাপ্পি একই এলাকার বাবুল হোসেনের ছেলে। নিহত দুজনেই সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
 
শুক্রবার মোটরসাইকেলে করে রাফি ও বাপ্পি দুই ভাই বেড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা বান্দরবান যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এরপর প্রত্যক্ষদর্শীরা গুরুতর একজনকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাফিকে মৃত ঘোষণা করেন এবং মো. বাপ্পিকে (২২) কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে রাফি নামের একজনের মৃত্যু হয় এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি তিনিও সেখানে মারা গেছেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission