ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বৃদ্ধাকে কুপিয়ে মরদেহ বারান্দায় ফেলে গেল দুর্বৃত্তরা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:১০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ঘরের বারন্দায় ফেলে গেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত বৃদ্ধার নাম আশালতা দাস (৭৫)। তিনি একই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। 

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রতিবেশী স্কুলশিক্ষক দিপক দাস জানান, আশালতা দাসের দুই মেয়ে রয়েছে। তাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাই পাংশা শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। পুরাতন বাড়িতে পুকুর, মাঠের জমি ছাড়াও বাগান রয়েছে তার। আশালতা দাসের দান করা জমির ওপর এলাকায় বিদ্যালয়, হাটবাজার হয়েছে। এসব দেখাশোনা করার জন্যও লোক রাখা ছিল।

তিনি আরও জানান, সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে এটি ঠাকরুন বাড়ি হিসেবে পরিচিত। সেই বাড়ির মালিককে যেভাবে হত্যা করা হয়েছে খুব মর্মান্তিক। 

বিজ্ঞাপন

প্রশাসনের কাছে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই নারী বাড়িতে একা বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য চোরেরা তার বাড়িতে যান। চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |