ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:৪৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

রাজবাড়ীতে বসতঘরে আগুন লেগে রাবেয়া বেগম বরু (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার ভাই ইউনুস শেখ (৬০)। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদরের খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, এ বিষয়ে মৃত রাবেয়া বেগমের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাবেয়া বেগম বরুর স্বামী নেই। ২০ বছর ধরে তিনি তার ছেলে মন্টু মিয়াকে নিয়ে ভাই ইউনুস শেখের বাড়িতে থাকেন। তবে দুবছর আগে মন্টু গোয়ালন্দে জমি কিনে বাড়ি করে তার স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করা শুরু করেন। বর্তমানে রাবেয়া বেগম তার ঘরে একাই থাকতেন। ভাই ইউনুসই তার ভরণপোষণ করতেন। আজ ভোর রাতের দিকে রাবেয়া বেগমের ঘরে হঠাৎই আগুন লাগে। আগুনে পুড়ে তিনি মারা যান। ভাই ইউনুস তাকে বাঁচাতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে বৃদ্ধা রাবেয়া বেগম আগুনে পুড়ে মারা যান। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |