• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮
বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৩
ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও চালকের সহকারী উলিপুর উপজেলার নুর ইসলাম (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। পথে বীরগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন। স্থানীয়রা খবর দিলে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১
পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০