• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬
পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে অটোরিকশার ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২ স্কুলছাত্রী আহত হয়েছেন। নিহত কৃষকের নাম মো. হেমায়েত উদ্দিন শেখ (৪৯)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার।

নিহত হেমায়েত উদ্দিন শেখ উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হেমায়েত উদ্দিন একটি ভাড়ায় চালিত ভ্যানে করে নাজিরপুর থেকে মাটিভাঙ্গা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হেমায়েত উদ্দিনসহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অটোরিকশার ধাক্কায় মো. হেমায়েত উদ্দিন শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। ধাক্কা দেওয়া অটোরিকশাটিকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষ, নিহত ১ 
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত