ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নড়াইলে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:২২ পিএম


loading/img
ছবি : আরটিভি

১২ বছর মামলা চলার পর নড়াইলে একটি মাদক মামলায় তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে। 

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ২৮ ডিসেম্বর মাসে দুপুরে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ীর উত্তর পাশে রাস্তার ওপর মাদক দ্রব্য উদ্ধার অভিযান কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারি তরিকুলকে তার দুই হাতে দুইটি ব্যাগ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পেড়লী ক্যাম্প পুলিশ আটক করে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলা ৫ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |