ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কীর্তিনাশা নদীতে মিলল দিনমজুরের মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৩ মার্চ ২০২৪ , ০৮:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার কীর্তিনাশা নদী থেকে জামাল শিকারি (২৭) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার কীর্তিনাশা নদীর কাজিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জামাল শিকারি উপজেলার বড়কান্দি ইউনিয়নের ডুবিয়াসার এলাকার মৃত রতন শিকারির ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জামাল শিকারি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ না থাকায় তিনি কাজিরহাট এলাকায় বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় ট্রলিচালকের সহকারী ও মাটি টানার কাজ করতেন। শনিবার রাতে কাজিরহাট বাজার এলাকায় তাকে শেষ বারের মতো দেখতে পায় স্থানীয় লোকজন। রোববার দুপুরে স্থানীয় এক জেলে কীর্তিনাশা নদীতে মাছ ধরার সময় জামাল শিকারির মরদেহ জালের সঙ্গে উঠে আসলে স্থানীয়দের খবর দেন তিনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জামাল শিকারির ভাই বাচ্চু শিকারি অভিযোগ করে বলেন, আমার ভাই একটু ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। আজ দুপুরে একজন আমাকে ফোন করে এই ঘটনার কথা জানায়। আমার ভাইকে মারা হয়েছে। নয়তো ও কেন পানির মধ্যে যাবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এক জেলের জালে জামাল নামের ওই যুবকের মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি বোঝা যাবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |