ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৪ মার্চ ২০২৪ , ১০:৩৯ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি মো. ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম ভাদুঘর গ্রামের মহব্বত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ২০১১ সালে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। সেই মামলায় ২০১৪ সালে আদালত রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে ইব্রাহিম পলাতক ছিল। অবশেষে তাকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |