ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

আরটিভি নিউজ

বুধবার, ২৭ মার্চ ২০২৪ , ০৪:০৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা তদন্ত করতে সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ

শাহ সূফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহণ কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী সহকারী প্রকৌশলীর সমন্বয়ে সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে একটি ইঞ্জিন দুটি বগি লাইনচ্যুত হয় তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি রাত ৪টায় রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |