• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ১৬:১১
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
ছবি : আরটিভি

কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এক এজেন্ট অফিসে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

বুধবার (৩ এপ্রিল) সকালে ওই এজেন্ট ব্যাংকিং অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলমের দাবি, চোররা ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা, চুরির সময় সিসিটিভি, ডিভাইসসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। টাকা রাখার আলমারির তালা ভেঙে টাকা চুরি করেছে তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময়ে গ্রিল কাটার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি সাজানো কিনা, ব্যাংকের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।

এ ঘটনায় এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলম থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার