ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ এপ্রিল ২০২৪ , ১০:৫৮ পিএম


loading/img
সাজেউ খিয়াং। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজন মারা গেছেন। নিহতের নাম সাজেউ খিয়াং (৪৮)।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে। 

নিহত সাজেউ খিয়াং রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া গ্রামের অংসাউ খিয়াংয়ের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ বিকেলে সাজেউ বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি নিজ ঘরে চলে আসেন। পরে বিকেল ৩টার দিকে বজ্রপাতে বাসার ভিতরেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন।

তিনি বলেন, রাজস্থলী উপজেলায় একজন বজ্রপাতে নিহত হয়েছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |