ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গাংনীতে ইসতিসকার নামাজ আদায়

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ০১:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মেহেরপুরের গাংনীর মুসল্লিরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মে) সকাল ১০টায় গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের পশ্চিমপাড়া ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

নামাজ শেষে খুতবা পাঠ করে গুনাহ মাফের জন্য তওবা পড়ানো হয় মুসল্লিদের। এর পর বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে স্বস্তির পানি চেয়ে চোখের পানি ফেলেন অনেকে। এ সময় সকল মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন

নামাজে ইমামতি করেন পশ্চিম মালসাদহ গ্রামের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া। নামাজ শেষে তিনি মহান আল্লাহর কাছে ক্ষমা চান। চলমান তাপদাহকে গজব উল্লেখ করে তিনি আল্লাহর কাছে তওবা করে ফরিয়াদ করার আহ্বান জানান।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |