বাবা হলেন একজন নির্ভীক নাবিকের মতো। যে নাবিক ঝড়-তুফানের মাঝেও পরিবারকে রক্ষা করতে জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান। তাইতো নিরুপায় হয়ে নিখোঁজ বাবার ছবি বুকে নিয়ে পথে পথে ঘুরছেন কলেজ পড়ুয়া মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের মৃত সবদর আলীর ছেলে সুদন মিয়া। মানসিকভাবে অসুস্থ সুদন মিয়ার বয়স ৫৪ বছর। গত তিন সপ্তাহ আগে টাংগাইল জেলার সখীপুরের গোয়ালী গ্রামে স্ত্রীর সঙ্গে বড় মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান তিনি। এরপর গত ১৪ মে নিজ বাড়িতে ফেরার জন্য ঢাকার বিমানবন্দর রেলষ্টেশনে স্ত্রী-সন্তানদের সঙ্গে অপেক্ষা করছিলেন ট্রেন আসার। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে রেল স্টেশনের টয়লেটে যান। কিন্তু টয়লেট থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সুদন মিয়া।
তাকে দেখতে না পেয়ে স্ত্রী-সন্তানরা হন্যে হয়ে এদিক-সেদিক খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে লোক পাঠানো হলেও আজও তার সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে বাবাকে খুঁজতে লিফলেট নিয়ে শহরের অলি-গলি ঘুরছেন কলেজ পড়ুয়া মেয়ে মুন্নী আক্তারসহ তার দুই বোন। বাবাকে ফিরে পেতে যাকে দেখছেন তাকেই দিচ্ছেন লিফলেট।
প্রিয়জন হারানোর বেদনায় নাওয়া-খাওয়া ছেড়ে স্ত্রী তার স্বামীকে, সন্তান তাদের বাবাকে ফিরে পাবার আশায় অপেক্ষার প্রহর গুনছেন।