ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে নৌযান চলাচল বন্ধ, আটকা কয়েক’শ যাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ছাড়া হয়নি। এতে করে গতকাল থেকে ঘাটে আটকা পড়েছেন কয়েক’শ যাত্রী।

এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯টি সাইক্লোন সেল্টার। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবেন।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ইতোমধ্যে আমাদের রামগতি-কমলনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। এই দুর্যোগে আমাদের প্রত্যেককে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |