ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বন্ধুর মাধ্যমে ইয়াবা দিয়ে স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা, অতঃপর...

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৬:৩৮ এএম


loading/img
ছবি সংগৃহীত

রাজবাড়ীতে বন্ধুর স্ত্রীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় ইমরান সেখ (৩৪) নামে এক যুবককে আটক করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবককে সোমবার (২৭ মে) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবক রকিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম ইমরান শেখ (২৭)। তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনোদপুর গ্রামে। মূল অভিযুক্ত রকি শেখ (৩২) সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় ইমরান শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার মূল হোতা পলাতক। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ইমরান পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তার বন্ধু রকি শেখের সঙ্গে কয়েক বছর আগে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের রিতু আক্তারের বিয়ে হয়। রকি মাদকাসক্ত। ঠিকমতো সংসার করতেন না। প্রায়ই রিতুকে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। এসব কারণে বছরখানেক আগে রকিকে তালাক দেন রিতু। সম্প্রতি রিতু সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে পাসপোর্ট তৈরি করেছেন। ভিসা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশ বলছে, বিষয়টি জানতে পেরে রকি তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করেন। এর অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে উপহার দেওয়ার কথা বলে রিতুকে রাজবাড়ী শিল্প ও বাণিজ্য মেলায় নিয়ে আসেন রকি। মেলায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে একটি থ্রি–পিস কিনে দেন। কিন্তু থ্রি–পিচের মধ্যে কৌশলে ইয়াবা দিয়ে দেন।

বিজ্ঞাপন

এরপর ইমরানকে দিয়ে ডিবি পুলিশকে ইয়াবা বড়ির বিষয়টি জানান। ডিবির উপপরিদর্শক সজীব মেলায় গিয়ে ওই নারীর কাছে ইয়াবা আছে বলে চ্যালেঞ্জ করেন। ওই নারী তার কাছে থাকা ব্যাগ খুলে দেখান। তল্লাশির সময় ব্যাগে থাকা নতুন থ্রি–পিসের মধ্যে ৫২টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

নিজের ব্যাগ থেকে ইয়াবা বড়ি পাওয়া যাওয়ায় হতভম্ব হয়ে যান রিতু। ইয়াবার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে ডিবি পুলিশকে জানান।

একপর্যায়ে স্বামীর সঙ্গে তালাক, উপহার কিনে দেওয়া প্রভৃতি বিষয় পুলিশ কর্মকর্তার কাছে খুলে বলেন। পুলিশ তখন ষড়যন্ত্রের বিষয়টি আঁচ করতে পেরে রকিকে ফোন দেন। ইয়াবা বড়ি পাওয়া যাচ্ছে না জানানো হলে রকি তখন থ্রি–পিসের ভেতর ভালোভাবে দেখতে বলেন। এতে বিদেশ যাওয়া বন্ধ করতে ইয়াবা দিয়ে ফাঁসানোর বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |