• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

২ মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়ন, অধ্যক্ষ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৪, ১৮:০৬
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ সদরে দুই মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদানিয়া মহিলা কওমি মাদরাসার অধ্যক্ষ হুমায়ুন কবীরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) রাতে শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হুমায়ুন কবীর করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী দুজন মাদানিয়া মহিলা কওমি মাদরাসার ছাত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই দুই ছাত্রী মাদরাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করে। তিন মাস ধরে ওই দুই ছাত্রীকে শারীরিক নির্যাতনসহ কুপ্রস্তাব দিচ্ছিল ওই অধ্যক্ষ। পরে ২৯ মে রাত ৮টার দিকে অধ্যক্ষ হুমায়ুন কবীর ওই দুই ছাত্রীকে তার অফিসে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে।

এ সময় ভুক্তভোগী দুই ছাত্রী চিৎকার করতে থাকলে অধ্যক্ষ তাদের গলায় চাপ দিয়ে ধরেন। পরে ওই দুই ছাত্রী অফিস থেকে বের হয়ে বাসায় এসে তাদের পরিবারের কাছে ঘটনাটি জানায়। ঘটনার পর এক ছাত্রীর মা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার  
যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেপ্তার আতঙ্কে অভিবাসীরা
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার