• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, আটকা ২ ট্রেন

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১৮:৫৮
ফাইল ছবি

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গচাহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলস্টেশনে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগন্যাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। লাইনচ্যুত বগির চাকা লাইনে ওঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি
এক কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহান উদ্দিন গ্রেপ্তার