• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে নিহত মাদরাসাছাত্র

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১৯:৫৮

ফেনীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (১৪)।

রোববার (৯ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার উত্তর কাশিমপুরের নূর করিমের ছেলে। আনোয়ার উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

জানা যায়, সকালে বাবার সঙ্গে গরু নিয়ে উত্তর কাশিমপুর নিলানজলায় যায় আনোয়ার। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, দুপুরের দিকে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে আনোয়ারের মৃত্যু হয়। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানতে পারব।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে নিহত ১