ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রাজবাড়ী কারাগারে কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ০৫:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে নাজিবুল হক (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে মারা যান তিনি।

বিজ্ঞাপন

নাজিবুল হক গোয়ালন্দ উপজেলার কাইমুদ্দিন পাড়ার মৃত সামসুল হকের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ গণমাধ্যমকে জানান, নাজিবুল হক এক বছরের সাজা পেয়ে কারাভোগ করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ফরিদপুর নেওয়ার পথে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় পৌঁছালে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে আবারও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |