• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাতের আধারে পুকুরের ৮০ মণ মাছ চুরি, থানায় অভিযোগ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ২২:৩৮
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে একটি পুকুর থেকে ৮০ মণ মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাকিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক সিরাজুল ইসলাম।

শনিবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় হাকিমপুর থানায় কুদ্দুস আলী নামে এক ব্যক্তির নামে অভিযোগ দেন পুকুরের মালিক।

কুদ্দুস আলী উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন আনুমানিক রাত ১টায় একই এলাকার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির পুকুরে নেমে কুদ্দুস আলী পর্যায়ক্রমে ৮০ মণ মাছ চুরি করে বিক্রি করে, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। চুরির দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে এ ছাড়াও মাছুদুল ইসলাম ও গাউছুল আযম নামে দুইজন সাক্ষী রয়েছে। পরে মাছ চুরির বিষয়ে জানতে গেলে কুদ্দুস আলী পুকুরের মালিক সিরাজুলের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, মাছ চুরির বিষয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
হিলিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময় সভা 
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
৫ হাজার মেট্রিক টন চাল আমদানি, তবুও কমেনি দাম