ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুলাই ২০২৪ , ১১:৪৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মায়ের মৃত্যু হয়েছে। ওই মায়ের নাম গোলাপী বেগম (৩৫)।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গোলাপী বেগম সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী। 

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান। 

তিনি বলেন, ‘আনুমানিক সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসাইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় নরেন্দ্রপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |