বড় ভাইকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ছাত্রদল নেতাকে না পেয়ে তার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৮ জুলাই) এমন অভিযোগ করেন গ্রেপ্তার আবু রায়হানের মেজো ভাই গোলাম রহমান সাগর।
গ্রেপ্তার আবু রায়হান (১৮) ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
জানা যায়, ২০২২ সালে তিনি একই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। তার বড় ভাই আব্দুল কাদের জিলানী হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বর্তমান সভাপতি।
আবু রায়হানের মেজ ভাই গোলাম রহমান সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এই অপরাধে ২২ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে। বাসায় বড় ভাইকে না পেয়ে আমার ছোট ভাইকে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা তখন তাদের অনেকবার বলেছি, আমার ছোট ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ও এবার এইচএসসি পরীক্ষা দেবে। তখন পুলিশ বলে, সে এবার এইচএসসি পরীক্ষা দেবে এর প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
গোলাম রহমান আরও বলেন, ‘পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। ২৪ জুলাই আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। কষ্টের বিষয় হলো, আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরদিন (২৩ জুলাই) বন্দর থেকে বড় ভাই হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরও কী কারণে আমার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তা জানা নেই। ওর তো কোনো দোষ নেই।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।’
মন্তব্য করুন