• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫১
ফাইল ছবি।

নড়াইলের লোহাগড়ায় শিশু হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো. শাহিন ফকিরের (১০) পঁচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধারের পরদিন ১ অক্টোবর লোহাগড়া থানায় ৫ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন
নড়াইলের ওপর দিয়ে চলল ট্রেন, স্বপ্নের দুয়ার খুলল আজ 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু