• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১০:২৫
ছবি: আরটিভি

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শ্যামনগর থানার পেছনে একটি পুকুরের পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের এক কৃষক থানার পেছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পায়। তারপর তিনি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে, শ্যামনগর প্রেস ক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য দুই দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে লোকজন বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি রেখে যাচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
নৌবাহিনীর অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার 
২৯৭ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৪৮
গভীর রাতে বশেমুরবিপ্রবি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার