পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
শুক্রবার (১৬ আগস্ট) ভোররাতে উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার (৩২) গোবিন্দপুর এলাকার বাবুলের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী দুজনেই রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এসময় বাবুল তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে আশেপাশের লোক ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে সে কান্নাকাটি করতে থাকে। তার এমন আচরণে সন্দেহ হলে এলাকাবাসী বাবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, পারিবারিক কলহে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন