দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে দুটি কাঁচের জারে তিন কেজি ৬০১ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। যার আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।
বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে এসব সাপের বিষ উদ্ধার করা হয়।
পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর নামক সীমান্ত দিয়ে কয়েকজন লোক সাপের বিষ ভারতে পাচার করবে। পরে সেখানে ২০ বিজিবির অধীনস্থ দাউদপুর বিওপির টহল কমান্ডার আসাদুজ্জামানের উপস্থিতিতে একটি বিশেষ দল সীমান্তের পিলার থেকে আনুমানিক ১০ গজ সামনে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে মালিকবিহীন ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।