ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বন্যার্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম

আরটিভি নিউজ

শনিবার, ৩১ আগস্ট ২০২৪ , ০৬:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার সংস্কার করবে। এ ছাড়া বন্যার্তদের পুনর্বাসনও করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে হালদা পাড়ে বন্যাদুর্গতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় ভুক্তভোগীদের উদ্দেশে ফারুক-ই-আজম বলেন, কী রকম ক্ষতি হয়েছে তা দেখতে এসেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। সব যথাযথ তালিকা হবে। সরকার ঘরগুলো করে দেবে।

বিজ্ঞাপন

পরে উপদেষ্টা ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় হালদার ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে যান এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ করে বলেন, হালদার পাড়ের যে বাঁধ নির্মাণ সেটি যেন টেকসই হয়। টাকা যদি খরচ হয় সেটা যেন কাজে লাগে। এমনভাবে কাজ করবেন মানুষের যেন উপকারে আসে। জনজীবনের যেন ক্ষতি না হয়। 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |