ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফেনীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিমানবাহিনী প্রধান

আরটিভি নিউজ

শনিবার, ৩১ আগস্ট ২০২৪ , ০৮:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ (৩১ আগস্ট) ফেনীর বন্যাদুর্গত এলাকা দুর্গাপুর পরিদর্শন করেছেন। এ সময় তিনি তৎসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

বিজ্ঞাপন

এছাড়া তিনি বি এ এফ শাহীন কলেজ, ঢাকার সব শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনী বন্যাদুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এ ছাড়াও বিমানবাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |