ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদীর বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন নান্নু ডাক্তার ও তার ছেলে আরিফ হোসেনকে দুটি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মেডিয়া অফিসার এইচ এম এম হারুন অর রশীদ।
তিনি বলেন, মেঘনা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসী জলদস্যুদের গডফাদার নাছির উদ্দিন নান্নুর আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। জেলা শহরের আবহাওয়া অফিস এলাকায় নান্নুর বাড়িতেও তল্লাশি চালায় যৌথ বাহিনী।
এ সময় হাতে তৈরি দুটি পাইপগান, ৫টি রামদা জব্দ করা হয়। অভিযোগ রয়েছে মেঘনা নদী ও চরাঞ্চলে আধিপত্য বিস্তার, মাছঘাট দখল, নদী দখল নিয়ে দীর্ঘকাল। ধরে দুটি গ্রুপের বিরোধে বন্দুকযুদ্ধ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত ছিল। বহিরাগত সন্ত্রাসীদের আস্তানাও ছিল চরগুলো। জেলেদের ধরে এনে মুক্তিপণ আদায় করারও অভিযোগ ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন