• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩
আলমডাঙ্গা থানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাগন ফলের বাগানে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম শেখ (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার মাজহাদ গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল হালিম শেখ ওই গ্রামের মৃত মহি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আব্দুল হালিম একটি কলা বাগানে কাজ করছিলেন। এ সময় তিনি পানি পান করতে পার্শ্ববর্তী শাহাজানের ড্রাগন ফলের বাগানে যান। এদিকে বাগানের মালিক ড্রাগন ফল চুরি ঠেকাতে বাগানের চারপাশে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করে রাখেন। বিষয়টি আব্দুল হালিম শেখের জানা না থাকায় তারের সঙ্গে পায়ের স্পর্শ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
কনসার্টে দেখতে গিয়ে ছুরিকাঘাতে দিনমজুর নিহত
ইউপি চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
দিনমজুর খুন, নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে